নুরুল আলম:: পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙামটির সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।
তিনি বলেন, প্রকৃতিক ভারসাম্য রক্ষার্থে ও দুর্যোগ মোকাবেলায় সকলকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষ রোপন করলে হবে না বৃক্ষের রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।
রোববার (০৭ জুলাই) বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই সংযোগ সড়ক লাভ পয়েন্ট এলাকায় রাঙামাটিতে দুর্নীতি দমন কমিশন ও রাঙামাটি বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাহিদ কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা।
আলোচনা সভা শেষে রাঙামাটি কাপ্তাই সংযোগ সড়কের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন অতিথিরা।
You cannot copy content of this page
Leave a Reply