আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গায় ইউপিডিএফ মূল দল কর্তৃক বাঙালিদের উপর হামলা

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পোড়াবাড়ি নামক এলাকায় ইউপিডিএফ মূল দল কর্তৃক স্থানীয় বেশ কয়েকজন বাঙালিকে পাহাড়ে কাজ করার সময় ধরে নিয়ে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে।

জানা যায়, মঙ্গলবার (২৫ জুন ২০২৪) বিকাল সাড়ে ৩ ঘটিকায় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধিনস্থ তাইন্দং বিওপি আওতাধীন পোড়াবাড়ি নামক এলাকায় ইউপিডিএফ মূল দল কর্তৃক তাইন্দং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মোঃ আবু তাহের (৪৭), পিতা- মৃত তারু মিয়া, মোঃ মফিজ মিয়া (৪৫), পিতা: মৃত সেকান্দর আলী, মোঃ আইয়ুব আলী (৩২), পিতা: মৃত নিয়াজ আলী, মোঃ খলিলুর রহমান (৩৫), পিতা: মৃত ওহাব আলী ও আব্দুল মান্নান (৪০), পিতা: মৃত সোবাহান মিয়াকে পাহাড়ে কাজ করার সময় ধরে নিয়ে পাহাড়ের ভিতর মারধর করে ছেড়ে দেয়।

মারধরকৃত লোকদের মধ্যে ১ম ও ২য় জন গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর নাঃ সুবেঃ মোঃ সাফায়েতসহ ২০ জন রাইফেল ৯ টি, এসএমজি ০৯ টি, এলএমজি ০২ টি ও প্রাধিকার মেতাবেক গোলাবারুদ নিয়ে থ্রীটন ও পিকাপ যোগে তাইন্দং এলাকায় ১টি বি-টাইপ টহল গমন করে।

উল্লেখ্য, তাইন্দং বিওপি হতে একটি সি-টাইপ টহল উক্ত দলে সাথে যোগ দিবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান যামিনীপাড়া জোন (২৩বিজিবি)।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page