নুরুল আলম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা সেনা জোন।
শনিবার (১৫ জুন) সকালের দিকে জোনের আওতায়ধীন অঞ্চলের প্রায় ১৩৫ জন জনসাধারণের মাঝে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার ঈদ শুভেচ্ছা সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আটা, লবণ, চিনি, সেমাই বিতরণ করা হয়।
এছাড়াও একই দিনে তিন জন বেসামরিক ব্যক্তিকে চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা আর্থিক অনুদান, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, মাটিরাঙ্গা থিয়েটারের কর্মশালা উদ্বোধন ও পুরস্কার বিতরণ, মুসলিমপাড়ায় সাধারণ যাত্রীদের কষ্ট দূরীকরণে ৪০ হাজার ৭৯৬ টাকা ব্যয়ে যাত্রী ছাউনি সংস্কার, কবুতরছড়া এলাকায় আনুমানিক ছয় শতাধিক জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এ সময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি, জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শেষে স্থানীয় জনসাধরণ আবেগে আপ্লুত হয়ে বাংলদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালিদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে জানিয়ে, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে ভবিষতেও এই ধারা অব্যহত থাকবে বলে তিনি জানান।
You cannot copy content of this page
Leave a Reply