আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙামাটিতে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় ৩২২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক:: ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় রাঙামাটি পৌর এলাকায় ২৯টিসহ ১০ উপজেলায় সর্বমোট ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (২৬ মে) জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন তথ্য জানানো হয়।

বৈঠকে বলা হয়, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রত্যেক উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। এসময় বৈঠকে দুর্যোগ মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ঘূর্ণিঝড় শুরু হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সাথে সাথে আশ্রয়কেন্দ্রে চলে যেতে অনুরোধ জানানো হয়।

বৈঠকে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি চাকমা, জেলা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মো. দীদারুল আলম, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page