নুরুল আলম: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পারভীন আক্তার (২০) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতরাতে (২৫ মে ২০২৪) উপজেলার তবলছড়ি ইউপির কুমিল্লাটিলায় গৃহবধু পারভীনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
পারভীন স্থানীয় দেলোয়ার হোসেনের মেয়ে ও একই ইউপির দেওয়ানপাড়ার মনির আহাম্মদের ছেলে আইয়ুব নবীর স্ত্রী।
পেশাদারিত্বের কারণে পারভীনের স্বামী আইয়ুব নবী ফেনীর ছাগলনাইয়ায় থাকেন । তিনি জানান, আমার স্ত্রীর সাথে আমার কোন বিরোধ নাই। শুক্রবার রাতেও আমার সাথে ম্যাসেঞ্জারে কথা হয়েছে। বাবা বাড়িতে কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমি জানিনা।
নিহতের মা খাদিজা আক্তার বলেন, আমার মেয়ে সন্ধায় তার বাবাকে বাজারে যাওয়ার জন্য লাইট দিয়ে তার রুমে প্রবেশ করে। পরে রাতে ভাত খাওয়ার জন্য ডাকলে সে আর দরজা খুলেনা। অনেক ডাকাডাকির পর জানালা ভেঙ্গে দেখি পারভীন গলায় ফাঁস দিয়েছে।
ইউপি সদস্য আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান,গত ২০২৩ সালের প্রথম দিকে পারিবারিক পছন্দে সামাজিক ভাবে তাদের বিয়ে হয়। গত কিছু দিন আগের পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার পর পারভীনকে স্বামীর কর্মস্থল ফেনীর ছাগলনাইয়া নিয়ে যায়।
কয়েক দিন পর বাবার বাড়িতে রেখে যায় তার স্বামী। গত রাতে হঠাৎ জানতে পারি পারভীন তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বলে জানান তিনি ।
You cannot copy content of this page
Leave a Reply