আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে ৪১টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ

শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট দিলেন দিদারুল আলম

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে ৪১টি কেন্দ্রে মঙ্গলবার সকাল (২১ মে ২০২৪) ৮টা থেকে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা ৫ মিনিটে ভোট দেন আনারসের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কেন্দ্রে এসে ভোট প্রদান করেছি। আশাকরি বিশাল ভোটের ব্যবধানে জয়ে আমি আশাবাদী। এখন পর্যন্ত ভোটের মাঠের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি জানান।

ভোটকেন্দ্রগুলোতে সারিবদ্ধ ভোটাররা ভোট দিতে আসলে ভোটার সংখ্যা ছিলো কম। তবে ভোট কেন্দ্রগুলোর বাহিরে প্রার্থীদেন কর্মীদের শক্ত অবস্থান নিতে দেখা গেছে। প্রশাসনের রয়েছে কঠোর অবস্থানে।

উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপ আমরা সম্পূর্ণ করেছি এবং ২য় ধাপে আমাদের সদর উপজেলা নির্বাচনে ৫শ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে কাজ করবে। আসার-বিডিপি ৫৫১ জন সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত আছে বলে জানান।

আগামীকাল ২১ মে ২০২৪ ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় দীঘিনালা,পানছড়ি ও খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯২ হাজার ৮শ ৬৪। তার মধ্যে পুরুষ- ৪৭ হাজার ৮শ ৯৫,নারী- ৪৪হাজার ৯শ ৬৯ বলে জানান নির্বাচন অফিস সূত্র।

 

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page