নুরুল আলম:: খাগড়াছড়িতে ঈশ্বরী বালা ত্রিপুরা (৫৮) নামের এক ত্রিপুরা নারীর নিখোঁজের ৪ দিন পর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলা সদরের ভাইবোন ছড়ার কলাবাগান এলাকার একটি উঁচু পাহাড় হতে নিচে থেকে বুধবার (১৫ মে ২০২৪) সকালে এই নারীর অর্ধগলিত মরা লাশ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর সার্কেল এসপি তফিকুল আলম জানান, সংবাদ পেয়ে পাহাড়ি এলাকা থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে মর্গে ময়না তদন্তের পর বিকাল ৩টার দিকে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ ও পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান। হত্যার শিকার ঈশ্বরী বালা ত্রিপুরা (৫৮) সদরের (০৯ ওয়ার্ড) চন্দ্রকুমার কার্বারী পাড়ার দ্রোণাচার্য ত্রিপুরার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐ ত্রিপুরা নারী গত শনিবার (১১ মে ২০২৪) ৯টার দিকে প্রতিবেশীর বাড়ি থেকে মোবাইল চার্জ দিয়ে নিজ বাড়ীতে ফেরার পথে নিখোঁজ হয়। এ বিষয়ে খাগড়াছড়ি জেলা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয় বলে সূত্র জানায়।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিবেকানন্দ ত্রিপুরা নামের এক নিকট আত্মীয় জুয়া খেলায় আসক্ত ছিলেন। সে জুয়ার অর্থের জন্য ঐ নারীর শরীরে পরিহিত স্বর্ণালংকার হাতিয়ে নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে।
You cannot copy content of this page
Leave a Reply