নুরুল আলম: খাগড়াছড়িতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা।
বুধবার (৮ মে) সকালে লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগ ও ইউপিডিএফ প্রসীত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি কেন্দ্র দখলকে কেন্দ্র করে লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম।
বুধবার সকাল ১০টার দিকে এ পাল্টাপাল্টি কেন্দ্র দখলের ঘটনা ঘটে। ইউপিডএফ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুপার জ্যোতি চাকমার অভিযোগ সরকার দলীয় লোকজন কেন্দ্রে ঢুকে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মেরেছে।
অপর দিকে দুপুর ১টার দিকে জেলার রামগড় উপজেলার থলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও জাল ভোটকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ প্রথম পর্যায়ে খাগড়াছড়ির ৯ উপজেলার মধ্যে ৪টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
You cannot copy content of this page
Leave a Reply