নিজস্ব প্রতিবেদক:: রাঙ্গামাটির কাপ্তাইয়ে পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৫ মে) সকাল ৭ টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সাব স্টেশন সুইচ ইয়ার্ডে হঠাৎ বিকট শব্দ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। সাথে সাথে ট্রান্সফরমারেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটনার পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে কাপ্তাই উপজেলার ৭ঘন্টা পর বিদ্যুৎ পাওয়া যায়।
অগ্নিকাণ্ড ঘটনা ঘটার সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে আনে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, সকালে বজ্রপাতসহ ঝড়, বৃষ্টি হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। সকাল ৭ টার দিকে কাপ্তাই বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র হতে বিদ্যুৎ চালু করার জন্য সাব-স্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ ট্রান্সফরমারে আগুন লেগে যায়। সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্ত করে নিরূপণ করা হবে।
ট্রান্সফরমার বিকল হওয়াতে কাপ্তাই উপজেলায় ৭ ঘণ্টা যাবত কোন বিদ্যুৎ না থাকায় সরকারি-বেসরকারি শিল্প কল কারখানা বন্ধ ছিল। ফলে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী জানান, সকাল সাড়ে ৭ টার দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
You cannot copy content of this page
Leave a Reply