নুরুল আলম:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বৃষ্টি চলাকালে বজ্রপাতে ইয়াছিন আরাফাত নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে বড়নাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাড়ার বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২ মে ২০২৪) এ ঘটনা ঘটে। নিহত আরাফাত একটি স্কুলের শিক্ষার্থী বলে জানা যায়।
তীব্র তাপদাহের পর বৃষ্টির পর সাধারন মানুষ বেশ স্বস্তি ফিরে। এরই মধ্যে সকালের দিকে বড়নাল ইউনিয়নের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এ সময় প্রচণ্ড বাতাস বইছিলো।
হঠাৎ বৃষ্টি নামার পর নিজেদের ঘরের উঠানের পাশে কাঁচা আম কুড়াতে যায় ইয়াছিন আরাফাত ও তার ছোট ভাই। এ সময় বজ্রপাত হয়। এ থেকে আরাফাতের ছোট ভাই রক্ষা পেলেও সে ঘটনাস্থলেই নিহত হয়।
বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ এসব তথ্য নিশ্চিত করেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী বলেন, সকালে বজ্রাঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে প্রশাসনিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply