নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ৪ হাজার মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক দিদারুল আলম দিদার।
রোববার (৭ এপ্রিল ২০২৪) খাগড়াছড়ির বাজার সংলগ্ন পানখাইয়াপাড়া সড়কের হক ভিলা নিজ বাড়ীতে এসব সামগ্রী তুলে দেন তিনি। ঈদ উপহার সামগ্রীর মধ্যে দুই প্রকার সেমাই,চাউল,চিনিসহ নগদ অর্থ তুলে দেন আশপাশের নিম্ন আয়ের মানুষের হাতে।
এ সময় তিনি বলেন, আমাদের চারপাশের মানুষ কিভাবে ঈদ করবে,করতে পারছে কিনা, তা দেখা আমাদের সকলের দায়িত্ব। স্বামর্থ থেকে নিজে ভালো থেকে প্রতিবেশীদের খবর না নিয়ে মানুষের পরিচয় বহন করাটা লজ্জার। তাই মানবিক দৃষ্টিকোণ ঈদের খুশি সকলের সাথে ভাগাভাগী করার আত্মতৃপ্তি থেকে এ ধরনের উদ্যোগ আমি প্রতিবারেই নিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত নিম্ন আয়ের মানুষগুলো ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাণ ভরে দিদারুল আলম দিদারকে দোয়া করতে দেখা যায়।
You cannot copy content of this page
Leave a Reply