নুরুল আলম:: রাঙামাটিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের মিলনায়তনে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের মধ্যে দেশে প্রেম জাগ্রত করতে হবে। দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। নিজ নিজ জায়গা থেকে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। সর্বক্ষেত্রে পাকিস্তান থেকে আমরা অনেক এগিয়ে গেছি। আমরা নিজেরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয় এবং আগামী প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে কাজ করতে হবে।
এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার মুহিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষ্যে স্ব-স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে ২৫ মার্চ নিহতদের স্মরণে প্রার্থনা এবং রাত ১১টায় এক মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক- আউট করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply