নিজস্ব প্রতিবেদক: স্বীয় কর্মদক্ষতা ও বিচক্ষণতায় বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী সফল অভিযান এবং চোরাচালান রোধে বিশেষ ভূমিকার জন্য খাগড়াছড়ি জেলা পর্যায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানায় কর্মরত এসআই বরকত উল্লাহ।
মঙ্গলবার (১৯ মার্চ ) খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত অভিন্ন মানদণ্ডের আলোকে ফেব্রুয়ারী- ২০২৪ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসআই বরকত উল্লাহর নাম ঘোষণা করেন পুলিশ সুপার মুক্তা ধর ।
পুলিশ সুপার মুক্তা ধর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বরকত উল্লাহ বলেন, এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয়। মাটিরাঙ্গা থানার সকল অফিসার,পুলিশ সদস্যদের ও জনগণের সহযোগিতা ও পুলিশ সুপার মুক্তা ধর মহোদয়ের আন্তরিকতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছেন বলে জানান তিনি।
You cannot copy content of this page
Leave a Reply