নুরুল আলম:: খাগড়াছড়ি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিলো খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। বুধবার (২০ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক চৌধুরী আতাউর রহমান।
অনুষ্ঠানে শুরুতে প্রয়াত সাংবাদিক ওমর ফারুক শামিম, পলাশ বড়ুয়া ও সাংবাদিক পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে জেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা জন্য কাজ করবেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নয় জন নির্বাচিত সদস্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply