নুরুল আলম:: মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান করেছে সিন্দুকছড়ি সেনা জোন। বুধবার (১৩ মার্চ ২০২৪) সকালে এ সহায়তা তুলে দেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।
সিন্দুকছড়ি জোনের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান কালে গড়াইছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন দেবলছড়ি বাজার পাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা প্রদান করা হয়।
এতে স্কুল শিক্ষার্থীদের বই প্রদান, আর্থিক অনুদান,গরীব অসহায় পরিবারের মাঝে ঘর নির্মাণে ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা,কৃষি কাজে সহায়তার নিমিত্তে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার সার ও ফলজ গাছ প্রদান এবং খেলাধুলার সামগ্রী তুলে দেয়া হয়।
সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ দিয়ে সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি এলাকার শান্তি,শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করে ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
You cannot copy content of this page
Leave a Reply