আজ ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুইমারাতে স্টেকহোল্ডার নিয়ে মৎস্য দপ্তরের দিনব্যাপী ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

নুরুল আলম:: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা গুইমারা সউপজেলাা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ)বেলা ১১টায় গুইমারাা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

স্বগত বক্তব্যে গুইমারা উপজেলা মৎস কর্মকর্তা দীপন চাকমা বলেন, স্থানীয় চাষীদেও সাবলম্বি করার জন্য কাজ করছে মৎস বিভাগ। তিন পাবত্য জেলার ২৬টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্ঠি চাহিদা পুরণ, কর্মসংস্থান সৃষ্ঠি, সরকারের দারিদ্র হ্রাসকরনে কাজ করছি আমরা।

গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, উপ পরিচালক মো: টিপু সুলতান, প্রকল্প পরিচালক আবদুল্যাহ আল মামুন, জেলা মৎস কর্মকর্তা ড. আরিফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য চাষী, প্রমুখ। বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা সদর ইউপির চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম। এ সময় উপস্থিতগণদের মাধ্যমে স্টেকহোল্ডার প্রজেক্ট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পরামর্শ ও আলোচনা করা হয়।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page