নুরুল আলম: খাগড়াছড়ির রামগড়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শত বছরের ঐতিহ্যবাহী এসডিও বাংলো চত্বরে এবার শিশুদের বিনোদনের জন্য ‘শিশু কানন’ নামে নির্মিত পার্ক উদ্বোধন করা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায়।
দুপুরে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত শিশু পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এসময় রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসডিও বাংলোটি দীর্ঘদিন অযত্নে পড়ে থাকার পর ২০২২ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ঐতিহাসিক এ স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেন। ঐ বছর তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস শিশু কাননের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সর্বশেষ রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর হাত ধরে পার্কটির অসমাপ্ত কাজ শেষ হয়। এছাড়াও রামগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে মুজিব কর্ণারের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নেন।
You cannot copy content of this page
Leave a Reply