আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে খাগড়াছড়িতে নিহত দুই

নুরুল আলম:: বাস-পিকআপ সংঘর্ষে খাগড়াছড়িতে দুই নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ১৭ জন যাত্রী। বুধবার (২১ ফেব্রুয়ারী ২০২৪) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, প্রীতি বালা গুহ (৪৮) অনিমা ঘোষ (৫৫)।

সূত্র জানায়, নাটোর থেকো আসা রকি পরিবহন এর সাথে খাগড়াছড়ি থেকে গুইমারাগামী পিকআপ এর সংঘর্ষে দুজন নিহত হয়। দূর্ঘটনায় নিহত ও আহতরা গুইমারায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলো। সকালে খাগড়াছড়ি থেকে গুইমারা যাওয়ার পথে মাটিরাঙ্গা সাপমারা এলাকায় পৌঁছলে পিকআপ এর সাথে বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রীতি বালা গুহ ও অনিমা ঘোষ মারা যায়।

এ ঘটনায় আহত হয়েছে, তুষার ঘোষ (৭), বাধন ঘোষ (১২), তন্ময় ঘোষ (১২), পায়েল ঘোষ (১২), মনি দে (২৫), সুপ্তা দে (২৪), জুয়েল (১৩), তাপস (৯) আরো প্রায় ১৭ যাত্রী।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শহিদুজ্জামান জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার আগে দুজনের মৃত্যু হয়েছে। অনেকে আহত হলেও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মাটিরাঙ্গা থানার ওসি কৃষ্ণ কমল ধর। তিনি জানান, এঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। আটক করা হয়েছে বাসের চালক নজরুল ইসলামকে এবং দূর্ঘটনা কবলিত বাস ও পিকআপ থানায় আছে বলে তিনি জানান।

 

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page