নুরুল আলম:: খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরিফুল আমিন। ২০২৪ জানুয়ারি মাসে খাগড়াছড়ি জেলার অপরাধ পর্যালোচনা ও মাদক উদ্ধার,চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মোহাম্মদ আরিফুল আমিনকে এ স্বীকৃতি প্রদান করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) প্রধান অতিথি রবিবার (০৪ ফেব্রুয়ারী ২০২৪) দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে স্বীকৃতি সরূপ এই শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এসময় জেলার অন্যান্য উর্ধতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি’র স্বীকৃতি পেয়ে তিনি বলেন, স্বীকৃতি কাজের স্পৃহা ও দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। তিনি আরো জানান, সব ধরনের অনিয়ম,অপরাধ,সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তিনি আরো পেশাদারিত্বের সাথে কাজ করবেন বলে জানান। এছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই,জহিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই মোঃ শাহনেওয়াজ নির্বাচিত হয়েছেন।
তিনি আরো জানান, পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে টিম গুইমারা অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। গুইমারাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করে যাবো,মাদক সন্ত্রাস ও অপরাধ মুক্ত গুইমারা গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
You cannot copy content of this page
Leave a Reply