আজ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গায় প্রধান শিক্ষক রক্তাক্ত, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

নুরুল আলম/এনামুল:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনকে ইটের আঘাতে রক্তাক্ত করেছে একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম। গত ২৫ জানুয়ারী দুপুরে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে এই ঘটনা ঘটে।

সরেজমিনে পরিদর্শন কালে ঘটনা সূত্রে জানা যায়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিন কার্যদিবস শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপস্থিত থাকেন অভিযুক্ত শিক্ষক মো:নুরুল ইসলাম।

চলতি বছরের ২৫ জানুয়ারী অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলাম স্কুলে এসে প্রধান শিক্ষক ইকবাল হোসেনকে আবেদন পত্রে ব্যাকডেট দিয়ে ছুটি মঞ্জুর করতে বলেন। তাতে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষীপ্ত হয়ে ফিল্মি স্টাইলে প্রধান শিক্ষকের কক্ষেই ইট দিয়ে তার মাথায় এবং শরীরে আঘাত করে। তৎক্ষনাত মাথায় ফেটে শরীর রক্তাক্ত ও ইট ভেঙ্গে অন্তত ৩ টুকরো হয়। পরে সহকর্মী স্কুল শিক্ষকরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ্য খেদাছড়া বিজিবি চিকিৎসা কেন্দ্র (এম আই রুম) নিয়ে গেলে মাথায় ৬ সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জানান, পাশের রুম থেকে চিৎকার শুনে ইকবাল হোসেনের কক্ষে গিয়ে দেখি নুরুল ইসলামের ইটের আঘাতে ইকবালের মাথায় রক্ত ঝরছে ।

ভুক্তভোগি প্রধান শিক্ষক নিরাপত্তাহীনতায় ভুকছেন দাবি করে বলেন, সহ প্রধান শিক্ষক নুরুল ইসলাম একজন উগ্রবাদি শিক্ষক। তার কাছে স্কুলের কেউই নিরাপদ নয়। গত ২০২২ সালে নভেম্বর মাসে ব্যাবহারিক পরীক্ষার ভাতাকে বিতরণকে কেন্দ্র করে হামলা করতে চাইলে উপস্থিত শিক্ষকগণ রক্ষা করে। জেলা শিক্ষা অফিসার বিষয়টি নিস্পত্তি করেন বলে জনান।

ঘটনার বিষয়ে জানার জন্য অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, মুঠোফোনটি তার স্ত্রীর রিসিভ করে বলেন নুরুল ইসলাম বাসায় নেই হাটার জন্য বাহিরে গেছে এবং হাটার জন্য বাহিরে যাওয়ার সময় ফোন বাসায় রেখে গেছেন।

গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হুদা, প্রধান শিক্ষক ইকবাল হোসেনকে মারধরের ঘটনার সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টিকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে ৭দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে উভয়কে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়েছ।

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর জানান, ঘটনার বিষয় ভুক্তভোগি থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page