নিজস্ব প্রতিবেদক:: প্রধান শিক্ষক মো: ইকবাল হোসেনের উপর হামলার অভিযোগে (একই স্কুল) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম কে ৭দিনের জন্য বরখাস্ত করেছে স্কুল পরিচালনা কমিটি। একই সাথে উভয়কে আগামী ৭ দিনের মধ্যে আত্ম পক্ষের সমর্থনে স্ব শরীরে উপস্থিত হয়ে লিখিত ভাবে ঘটনার জবাব দেওয়ার জন্য বলা হয়েছে ।
মঙ্গলবার (৩০ জানুয়ারী )বিষয়টি নিশ্চিত করেছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন। জানা যায়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিন কার্যদিবস শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপস্থিত থাকেন অভিযুক্ত শিক্ষক মো: নুরুল ইসলাম।
পরে গত ২৫ জানুয়ারী স্কুলে এসে প্রধান শিক্ষক ইকবাল হোসেন কে আবেদন পত্রে ব্যাকডেট দিয়ে ছুটি মঞ্জুর করতে বললে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ফিল্মি স্টাইলে প্রধান শিক্ষকের কক্ষেই ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে মাথায় বিভিন্ন জায়গায় ফেটে শরীর রক্তাক্ত হয়। পরে অন্যান্য স্কুল শিক্ষকরা তাকে ঘটনাস্থল হতে উদ্ধার করে খেদাছড়া বিজিবি চিকিৎসা কেন্দ্র (এম আই রুম) এ মাথায় ৬ সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনর্চাজ বলেন, প্রধান শিক্ষকের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের জন্য পলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের পর দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply