নুরুল আলম:: গুইমারা উপজেলায় অফির্সাস ক্লাব ও উপজেলা পরিষদ এর আয়োজনে বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তাদের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী ২০২৪) বিকালে কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, ভাইস চেয়ারম্যানসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারি ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বিদায়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ্র কর, উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আল হামিদুল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফাহাদ জামানসহ উপসহকারী প্রকৌশলী রবি চাকমার মাঝে বিদায় সংবর্ধনা জ্ঞাপনে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply