নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় লীন প্রকল্প কর্তৃক পুষ্টি সংবেদনশীল কার্যক্রম বিষয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে সত সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
বুধবার (৩১ জানুয়ারী ২০২৪ইং) সকালে গুইমারা উপজেলা পরিষদ হলরুমে লিডারশিপ টু এনশিউর এডিকোয়ট নিউট্রিশন (লিন) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন, নিউট্রিশন গভর্নেন্স কনসালটেন্ট কর্মকর্তা সুনয়ন চাকমা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, ১নং গুইমারা ইউপি চেয়ারমান নির্মল নারায়ন ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারি ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply