নুরুল আলম:: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে ৪৫তম বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
মঙ্গলবার (৩০ জানুয়ারী ২০২৪) সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে গুইমারা থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, হাফছড়ি ইউপি চেয়ারমান মংশে চৌধুরী, গুইমারা সরকারি কলেজের গণিত বিষয়ক প্রভাষক জিটু প্রমূখ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক ও আধুনিকতার সাথে পায়ে পা মিলিয়ে চলার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনার প্রদান করেন। পরে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply