নুরুল আলম:: দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতেও অনুষ্ঠিত হয়েছে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সওকত উল ইসলাম,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা নিলোৎপল খীসা,খোকনেশ^র ত্রিপুরা,ক্যজরী মারমা উপস্থিত ছিলেন।
এছাড়াও দফতর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দফতর সম্পাদক নুরুল আজম, জেলা যুগ লীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, তপন কুমার দেসহ জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
You cannot copy content of this page
Leave a Reply