আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে কম্বলে মোড়ানো শিশুর মরদেহ উদ্ধার

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর বাজারের ব্রিজের নিচের ছড়া থেকে কম্বলে মোড়ানো অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে পথচারীরা মধুপুর ব্রিজের নিচে কম্বল মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে উদ্ধার হওয়া শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে পুলিশ শিশুটিকে নিয়ে আসে। নানা রকম স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে শিশুটি মৃত ছিল। ধারণা করা হচ্ছে ৪-মাস বয়সী হবে শিশুটি।

প্রাথমিকভাবে কোন স্বজনের খোঁজ না পাওয়ায় পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে শিশুটির মরদেহ।

পুলিশ বলছে, এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। এর আগে সকল ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে পুলিশ।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page