নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির রামগড়ে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রামগড়অধীনস্থ ৪৩ ব্যাটালিয়নের বিজিবি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়ার ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ করা হয়। ৪৩ বিজিবির মেডিকেল অফিসার ডাক্তার ক্যাপ্টেন নুর হোসেন প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন।
এসময় তিনি বলেন, সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি বিজিবির এই মানবিক কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply