দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
নুরুল আলম:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদারকে বিজয়ী ঘোষণা করেছে জেলা রিটানিং অফিসার। সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে এ ঘোষণা করা হয়।
আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার পোস্টাল ভোটসহ সর্বমোট ভোট পেয়েছেন দুই লাখ ৭১ হাজার ৫০৪।
সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে পেয়েছেন ৪ হাজার ৯৬৫ ভোট এবং তৃণমূল বিএনপি’র প্রার্থী সোনালী আঁশ প্রতীক নিয়ে মিজানুর রহমান পেয়েছেন দুই হাজার ৬৯৩ ভোট। তবে এই দুই প্রার্থী কোন পোস্টাল ভোট পায়নি।
এসময় সহকারী রির্টানিং অফিসার সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা এবং জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মণিরুজ্জামানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটির পুরো জেলায় ২১৩ জন প্রিজাইডিং অফিসার, এক হাজার ১২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার,দুই হাজার ২৪২ জন পোলিং অফিসার নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। জেলার এইবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিলো ২১৩ টি। এরমধ্যে ১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্র ছিলো।
নির্বাচন শান্তিপূর্ণ অনুষ্ঠিত করার লক্ষে ২৪ প্লাটুন সেনাবাহিনী, বিজিব ৩৬ প্লাটুন, র্যাব ১ প্লাটুন এবং প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির দশ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৪১৬ এবং নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৩৮ জন।
You cannot copy content of this page
Leave a Reply