আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার হ্যাট্রিক জয়

নুরুল আলম:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে বিপুল ব্যবধানে তৃতীয়বারের মতো হ্যাট্রিক জয় লাভ করছেনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

১৯৬টি কেন্দ্রের ফলাফলে বেসরকারি হিসাবে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার, ৮১৬ ভোট পেয়ে জয় লাভ করনে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীর মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। ফলে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রায় ২ লাখ ১০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী অর্জন করে।

এছাড়া, নির্বাচনে তৃনমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন ৯ হাজার ৫২৬ ভোট আর ন্যাশনাল পিপলস পার্টির মোঃ মোস্তফা পেয়েছেন ৮ হাজার ৫৫৬ ভোট। এতে প্রাপ্ত ভোটের ফলাফল অনুসারে এ নির্বাচনে খাগড়াছড়িতে মোট ভোট পড়েছে ৪৯.৯৮ শতাংশ।

সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টার পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে ধারাবাহিক ভাবে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে। প্রতিটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রাপ্ত ভোট অন্যান্য প্রার্থীর চেয়ে অনেক বেশি দেখা যায়।

জেলার রিটার্নিং কর্মকর্তা মো: সহিদুজ্জামান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো ছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি নয় উপজেলা ও তিন পৌরসভায় মোট ভোটার- ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। তার মধ্যে ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন নারী ও ২ লাখ ৬২ হাজার ৪৪ জন পুরুষ ভোটার ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুই জন বলে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানায়।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২০১৪ সালে প্রথমবার ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page