আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আল-মামুন, খাগড়াছড়ি:: বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী ২০২৪) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার, টিকো চাকমা এতে অংশ নেন।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। এতে বক্তারা ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে অবদানসহ নানা দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মনির হোসেন,শাহেদুল আলম চৌধুরী, এমং মারমাসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page