নুরুল আলম:: খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে খাগড়াছড়ি ফিমেল রাইডার্স গ্রুপ।
রবিবার (৩১ ডিসেম্বর ২০২৩) সকালে খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় হিল ফ্লেভারস্ েরেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে ৫০ জন শীতার্ত’র মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করে।
এতে খাগড়াছড়ি ফিমেল রাইডার্স এর এডমিন হেলী চাকমা, গ্রুপের প্রশিক্ষক ও মডারেটর আনু মারমা,এলিপ্রু মারমা, সদস্য বৈসাবী চাকমা,সূচিত্রা চাকমা, স্নিগ্ধা রোয়াজা,সুজলা চাকমা,দিপা চাকমা,রুইক্রা মারমা,এলিচিং,মিত্ত চাকমা এতে অংশ নেন।
এছাড়ও ওভি মোটরস্ এর সত্তাধিকারী আলী আকবর হোসেন,ওয়াই আরসির এডমিন জিহাদ হোসেন,সাংবাদিক ইউ নিয়নের সাবেক সাধারন সম্পাদক কানন আচার্য এতে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পাহাড়ের কনকনে শীতে শীতার্তদের মাঝে পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে আত্ম প্রকাশ করেছে খাগড়াছড়ি ফিমেল রাইডার্স গ্রুপ।
You cannot copy content of this page
Leave a Reply