নিজস্ব প্রতিবেদক:: যিশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও নানা ধর্মীয় অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা সদরের খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চেও গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। গতকাল রাতে এ উপলক্ষে বিশেষ উপাসনা, মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনা উৎসর্গ করা হয়।
আজ সকালে গির্জায় গির্জায় বিশেষ উপাসনা দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে । এরপর বড়দিনের কেক কাটা হবে। এছাড়াও শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি, চকলেট বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
সবশেষে দেশ ও বিশ্ব শান্তি কামনা করে প্রার্থনা করা হবে। উল্লেখ্য, খাগড়াছড়ি জেলায় দুই শতাধিক গির্জা রয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply