বিএম.বাশার,গুইমারা:: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ,মন্দিরে সহায়তা, অসহায়দের ঢেউটিন, দুঃস্থ পরিবারকে সেলাই মেশিন, গরিব কৃষককে স্প্রে মেশিন, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও বইসহ অন্যান্য বিভিন্ন সামগ্রী বিতরণ করেন সিন্দুকছড়ি সেনা জোন।
সিন্দুকছড়ি জোনের আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) এসব সহায়তা তুলে দেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসিজি।
তিনি বলেন,এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্যে দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় জোনের অন্যান্য অফিসারা এতে অংশ নেন।
You cannot copy content of this page
Leave a Reply