মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ঢাক ঢোল বাজিয়ে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কার্যক্রম।এরপর র্যালী নিয়ে বাঙ্গালহালিয়া বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে,বাঙ্গালহালিয়া কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা ও বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ও সাংবাদিকসহ শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন।
You cannot copy content of this page
Leave a Reply