নুরুল আলম:: খাগড়াছড়িতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ৩২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে থানা পুলিশ।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি থানার ৭নং পৌর ওয়ার্ডস্থ জামতলী নামক পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনয়নকৃত বিদেশি ব্রান্ডের ১ হাজার ৬ শত কার্টুন বিদেশি সিগারেটসহ একটি নীল রংয়ের মিনি ট্রাক জব্দ করে সদর থানা পুলিশ।
খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানান, ১৪টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত কমলা রংয়ের প্যাকেটের উপর লিখা ওরিস আম পুদিনা ডাল ৬৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং সিলভার রংয়ের প্যাকেটের উপর লিখা ওরিস ৫শত ৫০ কার্টুন বিদেশি সিগারেট, মোট ১ হাজার ২শত ২০ কার্টুন বিদেশী সিগারেট, খ) ০৪ টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত লাল রংয়ের প্যাকেটের উপর লিখা মন্ড স্ট্রবেরি ২শত ৩০ কার্টুন বিদেশী সিগারেট এবং সবুজ রংয়ের প্যাকেটের উপর লিখা মন্ড সবুজ আপেল ১ শত ৫০ কার্টুন বিদেশী সিগারেট, মোট ৩শত ৮০ কার্টুন বিদেশী সিগারেট সর্বমোট ১ হাজার ৬শত কার্টুন বিদেশী সিগারেট, যার মূল্য ৩২ লক্ষ টাকা, গ) একটি নীল রংয়ের মিনি ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-ন-১৮-৭৫৮২ জব্দ করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply