নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা নারীর গৃহাস্থালী কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৭ডিসেম্ব) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা সেমিনার কক্ষে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নারীর গৃহাস্থালী কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা” শীর্ষক সেমিনারে দীঘিনালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো শামসুল আলম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম।
বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মিসেস রোকেয়া বেগম, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান,দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্চন চাকমা,বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, সাংবাদিক মো: সোহেল রানা, দীঘিনালা রিসোর্স সেন্টার‘র ইন্সক্ট্রার মো: মাইন উদ্দিন প্রমূখ।
সেমিনারের প্রধান অলোচক হিসেবে খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো: জসিম উদ্দীন নারীর গৃহাস্থালী কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা” সেমিনার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তব্য দেন। আলোচনা সভায় বক্তরা বলেন, নারীর গৃহাস্থালী কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা” করতে হবে। নারীরা পরিবারের সবচেয়ে বেশি অবদান রাখে।
তারা জীবনের শেষ সময় পর্যন্ত পরিবারের সদস্য জন্য সেবা দিয়ে যায়, বিনিময় তারা কিছু চায় না এবং কি পায় না, শুধু অবহেলা পেয়ে যায়। তাদের কাজে সহযোগীতা করতে হবে। নারীদেরকে শিক্ষা শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য করার সুযোগ দিতে হবে। নারীদেরকে সচেতন হতে হবে। ২০৪১ সালে দেশকে উন্নতির শীর্ষে নিতে হলে নারীদের কাজের স্বীকৃতি ও গৃহস্থলী কাজের সহযোগীতা করতে হবে।
You cannot copy content of this page
Leave a Reply