নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ২টি ইটভাটায় কাঠপুড়ার অভিযোগে জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর ২০২৩) সকালে দীঘিনালা ইউনিয়নের আল্লাহ দান ইটভাটা ও মেরুং ইউনিয়নের ৪বিএম ব্রিক্স এ এ জরিমানা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩এর ১৬ ধারায় ইট পোড়াতে জ্বালানি কাঠ ব্যবহার করায় ৬০হাজার টাকা জরিমানা করেন দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবুল হাসনাত খাঁন।
ইটভাটা দুইটিতে মালিকপক্ষ উপস্থিত না থাকায় আল্লাহ দান বিক্স এর দায়িত্বরত মো: আব্দুল ওহিদুর ও ৪বিএম বিক্স এর দায়িত্বরত মো: মান্নান জরিমানা অর্থ পরিশোধ করে। অভিযান পরিচালনা কালে সহকারী কমশিনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, কয়লা দিয়ে ইট পুড়ে জ্বালানি হিসেবে কাঠ দিয়ে ইট পুড়ানো হচ্ছে।
কাঠ দিয়ে ইটপুড়ানোর কারনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩এর ১৬ ধারায় ২টি ইট ভাটার মালিকে ৬০হাজার টাকা জরিমানা হয় এবং কয়লা দিয়ে ইট পুড়ানো নিদের্শ দেয়া হয়।
You cannot copy content of this page
Leave a Reply