নুরুল আলম:: গুইমারায় প্রোজেক্ট সেয়ারিং এন্ড স্টেকহোল্ডারস মোবিলীজেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
সোমবার (৪ ডিসেম্বর ২০২৩) সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, উপজেলা কৃষি কর্মকর্তা উঙ্কার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন, আলো সংস্থার ইডি অরুন কান্তি চাকমা।
বক্তারা বলেন, প্রোজেক্ট সেয়ারিং মিটিং এ গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নে মোট ৭৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। আর এসব পয়েন্টে জনপ্রতিনিধিদের মাধ্যমে কৃষক ও স্থানী জনগনদের স্বাস্থ্য ও যেকোনো সমস্যা সমাধানের কাজ করবে। এছাড়াও প্রোজেন্টটি সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন উপস্থিত অতিথিরা।
প্রসঙ্গত, ইউএনডির আলো সহ প্রায় বেশকিছু সংস্থা সকল কাজেই বৈষম্য করে থাকে বলে মনে করেন গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম।
You cannot copy content of this page
Leave a Reply