আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুইমারায় মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

শামীমা আক্তার রুমি:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।

বুধবার (২৯ নভেম্বর ২০২৩) সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ্র কর, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা ও সাধারণ সভায় গুইমারা উপজেলার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা মূলক ও আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে সর্তক থাকার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিরী।

 

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page