আজ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবরোধ ও হরতালের সমর্থনে খাগড়াছড়িতে মহিলা দলের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক:: অবরোধ ও হরতালের সমর্থনে খাগড়াছড়িতে মশাল মিছিল করেছে মহিলা দল। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া সড়ক থেকে মিছিলটি বের হয়ে স্লুইচ গেট এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় ঘোষিত তফসিল বাতিল ও এক দফার দাবিতে আগামীকালের সড়ক অবরোধ এবং বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের পক্ষে স্লোগান দেয় নেতৃবৃন্দ।

এছাড়াও খুবংপুড়িয়া ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার থেকে শুরু হওয়ার দুই দিনের অবরোধ ও হরতালের সমর্থনের মশাল মিছিল হয়েছে।

এ দিকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম কে পুলিশ আটক করেছে দাবি খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের।

এছাড়া রামগড় উপজেলার ৫ নম্বর পাতাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন ও পাতাছড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. খোকনকে মঙ্গলবার বিকালে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

পরে গুইমারা উপজেলা বিএনপি সূত্রে জানায়, গত ২৮ নভেম্বর ২০২৩ রাতে উপজেলা বিএনপির নেতা মোক্তার হোসেন, আব্দুল আজিজ, আব্দুল লতিফ, সহিদ, বাবুল খাঁ ও আব্দুল লতিফ এর ছেলে মেহেদী হাসান বিজয়কে আটক করে পুলিশ।

গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ্র কর ৬জন আটকের বিষয় সত্যতা স্বীকার করেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page