ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় উল্টো পথ দিয়ে যাওয়া এনা পরিবহনের একটি বাসচাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে এ দুর্ঘনা ঘটে।
নিহত রিকশা চালক মিলন মিয়ার (৩৫)। সে নওগাঁর ধামুরহাট থানার মশইর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির এস. আই বিনয় কুমার সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই মহাসড়কের বোর্ডবাজার এলাকায় ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস যানজট কারণে লেন পরিবর্তন করে উল্টো পথে গিয়ে রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মিলন মিয়ার মৃত্যু হয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
You cannot copy content of this page
Leave a Reply